থার্ড লাইনে কাজের জন্য ৩ দিনের জন্য বন্ধ থাকছে ব্যান্ডেল স্টেশন। ২৭ তারিখ অর্থাৎ শুক্রবার থেকে ২৯ তারিখ পর্যন্ত স্টেশন বন্ধ থাকার পর খুলবে ৩০ তারিখ অর্থাৎ সোমবার। আর এরপরেই বদলে যাচ্ছে স্টেশনের নম্বর। আগামী ৩১ তারিখ অর্থাৎ মঙ্গলবার থেকে নতুন প্ল্যাটফর্ম নম্বর অনুযায়ী ব্যান্ডেল স্টেশন দিয়ে ট্রেন যাতাযাত করবে।
রেলের এক নির্দেশিকায় জানানো হয়েছে, এখন ব্যান্ডেলের ১ বি প্ল্যাটফর্ম এবার থেকে হয়ে যাবে ১ নম্বর প্ল্যাটফর্ম। আর ১ এ প্ল্যাটফর্ম হয়ে যাবে ২ নম্বর। আর এখন যেটি আছে ১ নম্বর প্ল্যাটফর্ম, সেটি হয়ে যাবে ৩ নম্বর। এখন যেটি আছে ২ নম্বর প্ল্যাটফর্ম, সেটি হয়ে যাবে ৪ নম্বর। ৩ নম্বর প্ল্যাটফর্ম হয়ে যাবে ৫ নম্বর। ৪ নম্বর প্ল্যাটফর্ম হয়ে যাবে ৭ নম্বর। এখন যে স্টেশনটি ৫ নম্বর সেটি হয়ে যাবে ৬ নম্বর স্টেশন।
উল্লেখ্য, শুক্রবার দুপুর ৩টে থেকে সোমবার দুপুর ৩টে পর্যন্ত ব্যান্ডেল ও মগরার মধ্যে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সিগনালিং ব্যবস্থাকে উন্নত করা এবং থার্ড লাইনে কাজ চলার জন্য ট্রেন চলাচল বন্ধ আছে। যাত্রীদের সুবিধার্থে আপাতত চুঁচুড়া থেকে হাওড়ার মধ্যে স্পেশাল ট্রেন চলাচল করছে। মগরা থেকে বর্ধমান পর্যন্ত মেন লাইনে চালানো হচ্ছে স্পেশাল ট্রেন। বাতিল করা হয়েছে বেশ কয়েকটি প্যাসেঞ্জার ও দূরপাল্লার ট্রেন।
Comments are closed.