ফের বাড়ল রান্নার গ্যাসের দাম। ১৪.২ কেজি গার্হস্থ্য রান্নার গ্যাসের দাম ৫০ টাকা বাড়ল। এরফলে বৃহস্পতিবার কলকাতায় ১৪.২ কেজি গার্হস্থ্য রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম হল ১ হাজার ৭৯ টাকা। এর আগে ৭ মে ৫০ টাকা দাম বেড়ে ভারতে প্রথমবার হাজার টাকা পার করেছিল রান্নার গ্যাসের দাম।
দুমাস আগেও গার্হস্থ্য রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ছিল ৯৭৬ টাকা। তার পর থেকে দু দফায় দাম বাড়ে রান্নার গ্যাসের। প্রথমে ৭ মে দাম বাড়ে ৫০ টাকা। এরপর দাম বাড়ে ৩ টাকা। আর বুধবার ফের একলাফে দাম বাড়ল ৫০ টাকা। এই নিয়ে গত দুমাসে ১০৩ টাকা বাড়ল গার্হ্যস্থ রান্নার গ্যাসের দাম। দাম বৃদ্ধির ফলে রাজধানী দিল্লিতে গার্হস্থ্য রান্নার গ্যাসের দাম বেড়ে হল ১ হাজার ৫৩ টাকা। মুম্বইতে গার্হস্থ্য রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ১ হাজার ৫২টাকা ৫০ পয়সা। চেন্নাইয়ে নতুন দাম হয়েছে ১ হাজার ৬৮ টাকা ৫০ পয়সা।
অন্যদিকে রথযাত্রার দিন ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমেছে। কলকাতায় এর আগে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ছিল ২ হাজার ৩২২ টাকা। সিলিন্ডার প্রতি ১৯৮ টাকা দাম কমায় নতুন দাম হয়েছে ২ হাজার ২১ টাকা। হোটেল-রেস্তোরাঁয় ব্যবহার করা হয় বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার। ফলে বাইরের খাবারের দাম কমবে বলে আশাবাদী খাদ্য রসিকরা। এদিন ১৪.২ কেজি সিলিন্ডারের পাশাপাশি দাম বেড়েছে পাঁচ কেজির সিলিন্ডারেরও। পাঁচ কেজির গ্যাস সিলিন্ডারের দাম ১৮ টাকা বেড়েছে।
Comments are closed.