ফের দাম বাড়ল দুধের। দুধের কোম্পানি আমূল উৎসবের মরশুমের মধ্যেই দাম বাড়ালো। দাম বৃদ্ধির ফলে এক লিটার ফুল ক্রিম দুধের দাম হয়েছে ৬৩ টাকা। আগে দাম ছিল ৬১ টাকা। এর আগে অগাষ্ট মাসেই দুধের দাম বাড়িয়েছিল আমূল। মার্চ মাসেও দুধের দাম বাড়িয়েছিল বিভিন্ন কোম্পানিগুলো। এরপর ফের দাম বৃদ্ধি করল আমূল।
এই নিয়ে তৃতীয় বারের জন্য দাম বাড়ালো গুজরাত কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন। উৎপাদন খরচ বেশি হচ্ছে বলে এই দাম বৃদ্ধি বলে জানা গিয়েছে। অগাষ্ট মাসেই আমূল সহ বড় দুধের কোম্পানিগুলো দাম বাড়িয়েছিল। সেইসময় ২ থেকে ৫ টাকা পর্যন্ত দাম বেড়েছিল দুধের। এরপর ফের দাম বাড়লো দুধের। গুজরাতের আমদাবাদ, সৌরাষ্ট্র, দিল্লি, পশ্চিমবঙ্গ, মুম্বই ও অন্যান্য সমস্ত বাজারে এই দাম বাড়ানো হয়েছে। নতুন দাম বৃদ্ধির ফলে ৫০০ মিলি আমূল গোল্ডের দাম হয়েছে ৩১ টাকা, আমূল তাজা ২৫টাকা, আমুল শক্তি ২৮ টাকা। অন্যদিকে আমুল শক্তি দুধ প্রতি লিটার ৫০ টাকা, আমুল গোল্ড ৬২ টাকা ও আমুল তাজা প্রতি লিটার ৫৬ টাকায় পাওয়া যাচ্ছে। দুধ শিল্পের সঙ্গে জড়িত অন্যান্য জিনিসের দামও বাড়বে বলে মনে করা হচ্ছে।
Comments are closed.