জুতো, পোশাক, মোবাইল ফোনের দাম সস্তা হল, দেখে নিন কিসের দাম বাড়ল আর কিসের কমল

মঙ্গলবার সংসদে পেশ হয়েছে ২০২২-২৩ অর্থবর্ষের বাজেট। প্রতি বছরই বাজেটে কিছু জিনিসের দাম বাড়ে আবার কিছু জিনিসের দাম কমে। এই অর্থ বর্ষের বাজেটেও দাম কমেছে কিছু জিনিসের আবার কিছু জিনিসের দাম বেড়েছে। একনজরে দেখে নেব কোন জিনিসের দাম বাড়ল আর কোন জিনিসের দাম কমল।

দাম বেড়েছে

আমদানিকৃত পণ্য

স্পিকার

হেডফোন

ইয়ারফোন

এক্স-রে যন্ত্র

ইস্পাতজাত দ্রব্য

বিদেশ থেকে আনা ছাতা

দাম কমেছে

মোবাইল ফোন

চার্জার

ফোনের ক্যামেরা

স্মার্টওয়াচ

কানে শোনার যন্ত্র

গ্রহরত্ন

কৃষিজ যন্ত্র

পোশাক

জুতো, চটি

পালিশ করা হিরে

ইমিটেশন গয়না

চামড়াজাত দ্রব্য

কেরোসিন

গ্যাসোলিন

জ্বালানি তেল

ডিজেল জ্বালানি

তরল প্রাকৃতিক গ্যস

তরল পেট্রোলিয়াম গ্যাস

Comments are closed.