কেন্দ্রের বিজেপি সরকারের ৮ বছর পূর্তি উপলক্ষ্যে রোড শো করছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হঠাৎ গাড়ি থেকে নেমে পড়লেন তিনি। এগিয়ে গেলেন এক কিশোরীর দিকে। ওই কিশোরী প্রধানমন্ত্রীকে তুলে দিল তাঁর হাতে আঁকা একটি ছবি। ছবি মোদীর মা হীরাবেনের। ছবি দেখে আপ্লুত প্রধানমন্ত্রী। এই ছবি ধরা পড়েছে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের ক্যামেরায়।
কেন্দ্রে বিজেপি সরকারের ৮ বছর পূর্তি উপলক্ষ্যে গরীব কল্যাণ সম্মেলনে অংশ নিতে মঙ্গলবার সিম্লায় গিয়েছেন মোদী। সেখানে একটি রোড শো করেন তিনি। রাস্তার দুধারে সার সারি মানুষ দাঁড়িয়েছিলেন দেশের প্রধানমন্ত্রীকে একঝলক দেখার জন্য। কিন্তু মাঝপথে গাড়ি থেকে নেমে পড়েন তিনি। মা হীরাবেনের ছবি নিয়ে দাঁড়িয়ে থাকা কিশোরীর দিকে এগিয়ে গিয়ে তিনি নাম ও ঠিকানা জানতে চান। ছবি আঁকতে কতদিন সময় লেগেছে জানতে চাইলে ওই কিশোরী মোদীকে জানান, মাত্র ১ দিনে সে ওই ছবিটি একঁকেছে। পুলিশের ব্যারিকেড ভেঙে ওই কিশোরী মোদীকে প্রণামও করেন।
এদিন রোড শো করার পর সিমলার রিজ ময়দানে গরীব কল্যাণ সম্মেলনে যোগ দেন মোদী। কোভিড অতিমারি মোকাবিলায় তাঁর সরকারের সাফল্যের কথা তুলে ধরেন তিনি।
Comments are closed.