জন্মদিন উপলক্ষ্যে নিলাম হবে প্রধানমন্ত্রীর পাওয়া উপহার সামগ্রী, নিলামের টাকা ব্যয় হবে নমামি গঙ্গে প্রকল্পে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষ্যে নিলামে তোলা হবে মোদীর পাওয়া উপহার সামগ্রী। ১৭ সেপ্টেম্বর থেকে নিলাম পর্ব শুরু হবে চলবে মহাত্মা গান্ধীর জন্মদিন ২ অক্টোবর পর্যন্ত। জানা গিয়েছে নিলামের টাকা ব্যয় করা হবে নমামি গঙ্গে প্রকল্পে। বিভিন্ন রাজনৈতিক নেতা ও খেলোয়াড়দের দেওয়া উপহার সামগ্রী নিলাম করা হবে।
নিলামী সামগ্রী সাধারণ মানুষ যেন দেখতে পারে, তাই সাজিয়ে রাখা হয়েছে ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্টে। মোট ১ হাজারটি সামগ্রী বিক্রির জন্য নিলাম করা হবে। ওয়েবসাইটের মাধ্যমে নিলাম প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন সাধারণ মানুষ। উপহারগুলির দাম ১০০ টাকা থেকে শুরু করে লক্ষাধিক পর্যন্ত।
নিলামের সামগ্রীর তালিকায় আছে প্রধানমন্ত্রীকে দেওয়া উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যানাথের দেওয়া হনুমানজীর মূর্তি। ভারতের সোনার ছেলে অর্থাৎ অলিম্পিক্সে সোনা জয়ী নীরজ চোপড়ার জ্যাভলিন, যেটি প্রধানমন্ত্রীকে উপহার দিয়েছিলেন নীরজ। প্যারাঅলিম্পিক্সে পদকজয়ী অবনী লাখরার টি-শার্ট, প্যারাঅলিম্পিকে পদকজয়ী সুনীল আন্তিলের জ্যাভলিন এবং লাভলিনা বরগোঁয়াইয়ের বক্সিং গ্লাভস। জানা গিয়েছে, নীরজ চোপড়ার জ্যাভলিনের দাম হতে পারে ৭৫ লক্ষ টাকা। অবনী লাখরার দেওয়া উপহার টি-শার্টের দাম হতে পারে ১৫ লক্ষ টাকা। সুনীল আন্তিলের জ্যাভলিনের জ্যাভলিনের দাম হতে পারে ১ কোটি টাকা। এছাড়াও মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানের দেওয়া রাণী কমলাপতির মূর্তি, হিমাচলপ্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুরের দেওয়া ত্রিশুল ও অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির দেওয়া ভগবান ভেঙ্কটেশ্বরের মূর্তি নিলাম হবে।
Comments are closed.