সামনের মাসেই প্রকাশিত হতে পারে এই বছরের মাধ্যমিক পরীক্ষার ফল। মে মাসের তৃতীয় বা চতুর্থ সপ্তাহে প্রকাশিত হতে পারে মাধ্যমিক পরীক্ষার ফলাফল।
মাধ্যমিক শিক্ষা পর্ষদের সভাপতি সভাপতি রামানুজ গাঙ্গুলি জানিয়েছেন, খাতা দেখা হয়ে গিয়েছে। সব নম্বর মিলিয়ে দেখা হচ্ছে। খাতা দেখার পর শেষ পর্যায়ের কাজ চলছে। সবকিছু ঠিক থাকলে মে মাসের তৃতীয় না চতুর্থ সপ্তাহে প্রকাশিত হবে মাধ্যমিক পরীক্ষার ফলাফল।
এই বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২৩ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হয়েছিল ৪ মার্চ। এই বছর মোট পরীক্ষার্থী ছিল ৬ লক্ষ ৯৮ হাজার ৬২৮ জন।
পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফলাফল জানা যাবে। wbbse.wb.gov.in এ গিয়ে wb madhyamik result 2023 লিঙ্কে ক্লিক করতে হবে। এবার admid card এর নম্বর দিয়ে লগইন করার পর কম যাবে পরীক্ষার ফলাফল।
Comments are closed.