আগেই জল্পনা ছিল জুনের প্রথম সপ্তাহে প্রকাশিত হবে মাধ্যমিক পরীক্ষার ফল। কিন্তু সরকারিভাবে কিছু জানানো হয়নি। সোমবার বিজ্ঞপ্তি দিয়ে মধ্যশিক্ষা পর্ষদ জানিয়ে দিল জুন মাসের ৩ তারিখে প্রকাশিত হবে এই বছরের মাধ্যমক পরীক্ষার ফল।
সকাল ১০ টা থেকে জানা যাবে ফল। wbresults.nic.in বা www.wbbse.wb.gov.in পর্ষদের সাইটে গিয়ে ক্লিক করতে হবে ‘WBBSE class 10th Results’ লিঙ্কে । এরপর নিজের রেজিস্ট্রেশন নম্বর এবং জন্ম তারিখ দিলে ‘Submit’ অপশনে ক্লিক করলেই জানা যাবে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট। গত ২ বছর অনলাইনে পরীক্ষা হওয়ার পর এই বছর অফলাইন পরীক্ষা দিয়েছিল পড়ুয়ারা।
সূত্রের খবর, করোনাভাইরাস পরিস্থিতির জন্য গতবার মেধাতালিকা ঘোষণা করা না হলেও এবার আগের মতোই ফলাফল প্রকাশ করা হবে।
Comments are closed.