এবারও হচ্ছে না পুজো কার্নিভাল, প্যান্ডেলে করা যাবে না জলসা, গাইডলাইন প্রকাশ করে জানিয়ে দিল রাজ্য সরকার
এবারও হচ্ছে না দুর্গাপুজোর কার্নিভাল। পুজো নিয়ে নয়া গাইডলাইন প্রকাশ করল রাজ্য সরকার। সেখানেই জানানো হয়েছে কোভিড বিধি মেনে এই বছরও হচ্ছে না দুর্গাপুজোর কার্নিভাল। দুর্গাপুজোর মণ্ডপের কাছাকাছি কোনও মেলাও করা যাবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে।
গাইডলাইনে বলা হয়েছে, প্রতিটি মণ্ডপে গত বছরের মতন এইবছরও মাস্ক পড়ে ঢুকতে হবে। মণ্ডপে মণ্ডপে রাখতে হবে স্যানিটাইজার। সোশ্যাল মিডিয়ায় পুজো দেখানোর ব্যবস্থা করতে হবে পুজো কমিটিকেই। গাইডলাইন প্রকাশ করে রাজ্য সরকার জানিয়ে দিয়েছে, বিসর্জনেও ভিড় করা যাবে না। কোনওরকম জলসা করা যাবে না। পুজো উদ্বোধনেও ঘটা করা চলবে না। যতটা প্রয়োজন ফাঁকা রাখতে হবে পুজো প্যান্ডেল।
এছাড়াও যেকোনওরকম শারদ সম্মানের অনুষ্ঠানও ছোট করে করতে হবে। মোট ১১ দফা গাইডলাইন প্রকাশ করা হয়েছে রাজ্য সরকারের তরফে।
Comments are closed.