দুয়ারে রেশন প্রকল্পের মামলায় হাইকোর্টে স্বস্তিতে রাজ্য। সোমবার এই মামলায় অনিচ্ছুক রেশন ডিলারদের আবেদন খারিজ করল হাইকোর্ট। যার জেরে দুয়ারে রেশন প্রকল্প শুরু করতে আপাতত কোনও বাধা নেই নবান্নের।
শনিবার রাজ্য সরকারের তরফে দুয়ারে রেশন প্রকল্প স্থায়ীকরণের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রাজ্য সরকারের এই বিজ্ঞপ্তির বিরোধিতা করে হাইকোর্টের দ্বারস্থ হয় অনিচ্ছুক ডিলাররা। কোর্টে ডিলাররা জানান, যেহেতু দুয়ারে রেশন প্রকল্প নিয়ে মামলাটি হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বিচারাধীন রয়েছে, সেক্ষেত্রে এখনই এই প্রকল্পের স্থায়ীকরণের বিজ্ঞপ্তি জারি করতে পারে না রাজ্য। এদিন এই নিয়ে দ্রুত শুনানির আবেদন জানিয়ে কোর্টের দ্বারস্থ হন অনিচ্ছুক রেশন ডিলাররা। এদিন তাঁদের এই আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট।
উল্লেখ্য, একুশের বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রতিশ্রুতি দিয়েছিলেন, তাঁর দল তৃতীয়বার ক্ষমতায় ফিরলে রাজ্যের মানুষের জন্য দুয়ারে সরকার প্রকল্প শুরু করা হবে। রেশন দোকানের বদলে বাড়িতেই রেশন পৌঁছে দেওয়া হবে। প্রতিশ্রুতি মতোই ক্ষমতায় ফিরে দুয়ারে রেশন নিয়ে পদক্ষেপ নেয় নবান্ন। সেই মতো ইতিমধ্যেই কয়েকটি জায়গায় পরীক্ষামূলক ভাবে এই প্রকল্পের কাজ শুরুও হয়েছে।
যদিও দুয়ারে রেশন পৌঁছে দেওয়ার প্রয়োজনীয় পরিকাঠামো নেই এমনটা অভিযোগ করে এই প্রকল্প স্থগিতের দাবিতে আদালতের দ্বারস্থ হয় একদল অনিচ্ছুক রেশন ডিলার। এবার এই মামলায় এদিনের কোর্টের পদক্ষেপে স্বস্তি পেল রাজ্য সরকার।
Comments are closed.