আগামী ১০ দিনের মধ্যে এখনও পর্যন্ত দেশে কোভিড মৃত্যুদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। শুক্রবার দেশের রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে এই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।
এদিন সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয় আগামী এক সপ্তাহের মধ্যে কোভিডে মৃতদের নাম, ঠিকানা, ডেথ সার্টিফিকেট সহ গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের কাজ শেষ কোরতে হবে। দেশের রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রধানদের এই বিষয়ে রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষের (SLSA) সদস্য সচিবের সঙ্গে একত্রে কাজ করার জন্য একজন নোডাল অফিসার নিয়োগ করতে হবে।
ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে যদি রাজ্য সরকারের কোনও প্রযুক্তিগত ত্রুটি থাকে তাহলে সেটা দ্রুত সারিয়ে নিতে হবে। কোনও পরিবার ক্ষতিপূরণের জন্য আবেদন জানানোর ১০ দিনের মধ্যে তাঁদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করতে হবে বলে জানায় সুপ্রিম কোর্ট।
কোভিডের কারনে বাবা মাকে হারিয় যারা অনাথ হয়েছে তাঁদের সমস্ত তথ্য আরও তাড়াতাড়ি সংগ্রহ করার কথা বলা হয়।
Comments are closed.