পঞ্জাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কনভয় আটকে থাকার ঘটনার তদন্তে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতির এন ভি রামান্নার নেতৃত্বাধীন তিন বিচারপতির ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছে৷ কমিটির নেতৃত্বে থাকবেন অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রা৷
এছাড়াও কমিটিতে থাকবেন এনআইএ-এর ডিজি, চণ্ডীগড়ের পুলিশ প্রধান, পঞ্জাব পুলিশের অ্যাডিশনাল ডিজি (সিকিউরিটি) এবং পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল৷ এই ঘটনা ফের যেন না ঘটে সেইজন্য কী কী করণীয় তাও জানাবে তাঁরা।
উল্লেখ্য, বুধবার পঞ্জাব সফরে গিয়ে হাইরোডে প্রায় ২০ মিনিট আটকে ছিল প্রধানমন্ত্রীর কনভয়। কৃষকদের পথ অবরোধে আটকে পড়ে প্রধানমন্ত্রীর কনভয়৷ শেষ পর্যন্ত দিল্লি ফিরে আসতে হিয় মোদীকে। এই ঘটনায় পঞ্জাব সরকারের কাছে রিপোর্ট তলব করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ঘটনায় দায় কার? এই নিয়ে কেন্দ্র এবং পঞ্জাব রাজ্যের মধ্যে দ্বন্দ্ব তৈরী হয়। মামলা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত।
Comments are closed.