ত্রিপুরায় পুরভোট চলাকালীন সুপ্রিম কোর্টের রায়। ভোটে আরও কেন্দ্রীয় বাহিনী পাঠানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। ভোটের ফল ঘোষণা পর্যন্ত শান্তিপূর্ণ রাখতে হবে ত্রিপুরার পরিস্থিতি। সব রাজনৈতিক দলকে শান্তিপূর্ণভাবে প্রচার করতে দিতে হবে বলে ত্রিপুরা সরকারকে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।
কিন্তু এরপরেও দেখা যায়, তৃণমূল কংগ্রেসের ওপর হামলার ঘটনা চলছেই। আদালত অবমাননার অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় তৃণমূল। তৃণমূলের দাবি ছিল, ভোট পিছিয়ে দেওয়া হোক। কিন্তু সুপ্রিম কোর্ট সেই দাবি খারিজ করে দিলেও সুষ্ঠু এবং অবাধ ভোটের স্বার্থে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছিল।
বৃহস্পতিবার সেই মামলার শুনানিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে ত্রিপুরায় আরও কেন্দ্রীয় বাহিনী পাঠানোর নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। ত্রিপুরা সরকারের আইনজীবী মহেশ জেঠমলানী বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে বলেন, ত্রিপুরায় সুষ্ঠু এবং অবাধ পুরভোট হচ্ছে। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই অশান্তির অভিযোগ তোলা হচ্ছে। অন্যদিকে, অভিযোগকারী পক্ষের আইনজীবী গোপাল সুব্রহ্মণ্যম বলেন, ভোটগ্রহণ শুরু হওয়ার পরেই একের পর এক অশান্তির ঘটনা ঘটছে। তৃণমূল এবং সিপিএম প্রার্থীর উপর হামলা হয়েছে। ভিডিও ফুটেজের কথা তুলে ধরা হয়। অভিযোগকারী আইনজীবীর পক্ষে রায় দিয়ে সুপ্রিম কোর্ট, ত্রিপুরায় আরও সিআরপিএফ পাঠানোর জন্য কেন্দ্রেকে নির্দেশ দেয়।
এদিন ভোটগ্রহণ শুরু হতেই তৃণমূল এবং বাম কর্মীদের ওপর হামলার অভিযোগ ওঠে বিজেপির ওপর। কোথাও তৃণমূল প্রার্থীকে মারধরের অভিযোগ উঠে আসে। ভোটে সন্ত্রাসের অভিযোগ তুলেছে সিপিএমও। বিজেপি ছাপ্পা ভোট দিচ্ছে বলে অভিযোগ তোলে তৃণমূল ও সিপিএম।
Comments are closed.