প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে নেতাজি ও আইএনএ নিয়ে তৈরি রাজ্যের ট্যাবলোকে অনুমোদন দেয়নি কেন্দ্র। যা নিয়ে বেশ কয়েকদিন ধরেই কেন্দ্র-রাজ্য সংঘাত তুঙ্গে উঠেছে। রবিবারও এই নিয়ে মোদী সরকারকে এক হাত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবার সেই ট্যাবলো বিতর্ক গড়াল হাইকোর্টে।
রাজ্যের ট্যাবলো কেন বাদ দেওয়া হয়েছে তা নিয়ে ইতিমধ্যেই হাইকোর্টে মামলা করেন এক আইনজীবী। সোমবার সেই মামলার দ্রুত শুনানির আর্জি জানান তিনি। আদালত সূত্রে খবর, মামলাকারীর আবেদন মঞ্জুর করে সোমবারই শুনানির জন্য সময় দিয়েছেন প্রধান বিচারপতি।
মামলাকারী আইনজীবী এদিন আদালতে জানান, যেহেতু আর একদিন পরেই প্রজাতন্ত্র দিবস, সেক্ষেত্রে সোমবার বা মঙ্গলবারের মধ্যে মামলার রায়দান না হলে, মামলাটিই গুরুত্বহীন হয়ে পড়বে।
প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে রাজ্যের প্রস্তাবিত ট্যাবলো কেন বাদ দেওয়া হল তার কারণ জানতে চেয়ে আদালতের দ্বারস্থ হন ওই আইনজীবী। তাঁর বক্তব্য, কোনও উপযুক্ত কারণ ছাড়াই নেতাজিকে নিয়ে তৈরি ট্যাবলো কেন্দ্র যে ভাবে বাদ দিয়েছে, তা রাজ্য এবং রাজ্যবাসীর কাছে অপমানের।
জানা গিয়েছে, এদিন দুপুর ১২ টায় দু’পক্ষের আইনজীবীদের উপস্থিতিতে মামলাটি শুনবেন হাইকোর্টের প্রধান বিচারপতি।
Comments are closed.