এক ধাক্কায় তাপমাত্রা নেমেছে ১৫ ডিগ্রিতে, ফের শীতের স্পেল দেখার অপেক্ষায় বঙ্গবাসী

এক ধাক্কায় ২ ডিগ্রি নেমে গেল তাপমাত্রা। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়ে দিয়েছিল, এই সপ্তাহের শেষে একটা শীতের স্পেল আসতে চলেছে। কিন্তু সপ্তাহের শুরুতেই দেখা গেল এক ধাক্কায় তাপমাত্রা নেমে গেল অনেকটা। এই বছর সবথেকে উষ্ণ সরস্বতী পুজো ও উষ্ণতম মকর সংক্রান্তি দেখেছে বাংলার মানুষ। কিন্তু সপ্তাহের শুরুতেই তাপমাত্রার পতন।

তাপমাত্রা নেমেছে জেলাগুলিতেও। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা নেমে গিয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রাও কমেছে অনেকটা। আগামী তিন দিন কুয়াশার দাপট থাকবে উত্তরবঙ্গে বলে জানা গিয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী পাঁচ দিন একই রকম তাপমাত্রা থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

 

কিন্তু দার্জিলিং, কালিম্পং এর পার্বত্য এলাকায় বুধবার পর্যন্ত হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। সিকিমেও হালকা বৃষ্টি ও পার্বত্য এলাকায় তুষারপাত হতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে সোমবার তাপমাত্রা কমলেও মঙ্গলবার ও বুধবার দুদিন তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে। বৃহস্পতিবার থেকে ফের শীতের আমেজ উপভোগ করতে পারবেন বঙ্গবাসী।  শীতের স্পেল চলবে আগামী রবি থেকে সোমবার পর্যন্ত।

Comments are closed.