তাপমাত্রা নামবে ২০ ডিগ্রি সেলসিয়াস, পুরোপুরি শীত কবে, কী জানাচ্ছে হাওয়া অফিস

ভোর হতেই হালকা শীত শীত ভাব। কিন্ত পুরোপুরি শীত পড়বে কবে? সেই প্রশ্ন বাংলার বাসিন্দাদের। অক্টোবর মাসের নিরিখে শনিবার ছিল কলকাতার ‘শীতলতম দিন’। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। আগামী কয়েকদিন বৃষ্টির কোনও পূর্বাভাস নেই বলেই জানিয়েছে আইএমডি। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২১.৬ ডিগ্রি সেলসিয়াস।

এর আগে ২০১২ সালে অক্টোবর মাসে তাপমাত্রা নেমেছিল ২০ ডিগ্রির নীচে। ২৮ অক্টোবর কলকাতার তাপমাত্রা ছিল সর্বনিম্ন ১৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে। ২০১৮ সালে ২৭ অক্টোবর ২০ ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল তাপমাত্রা। সাইক্লোন সিত্রাং আছড়ে পড়ছে বাংলাদেশে। কিন্তু এরপর তাপমাত্রা অনেক কমে গিয়েছে দক্ষিণবঙ্গে। দুর্গাপুজোর সময় বৃষ্টি হয়েছে। কিন্তু বৃষ্টি মাথায় নিয়ে ঠাকুর দেখেছে কলকাতা। কালীপুজোর আগে ছিল সাইক্লোন সিত্রাংয়ের ভ্রুকুটি। গত শনিবার তাপমাত্রা নেমেছিল ৪ ডিগ্রি। এরপর রবিবার ফের নেমে যায় তাপমাত্রা। ১০ বছরে রেকর্ড পারদ পতন হয়েছিল কলকাতায়। পারদ নেমেছিল ২০ ডিগ্রির নীচে।

Comments are closed.