করোনার দ্বিতীয় ঢেউয়ের দাপটে মৃত্যু মিছিল বেড়েই চলেছে। আশঙ্কা, আসতে চলছে তৃতীয় ঢেউ!
একদল বিশেষজ্ঞ জানিয়েছেন, করোনার নতুন ভ্যারিয়েন্ট যেভাবে সংক্রমণ ছড়াচ্ছে, তাতে নিশ্চিত খুব শীঘ্রই আছড়ে পড়তে চলেছে তৃতীয় ঢেউ।
বুধবার এই বিষয়ে একটি সাংবাদিক বৈঠক করেন চিকিৎসক ডাক্তার কে বিজয়রাঘবন। তিনি জানিয়েছেন, যতক্ষণ উন্নত মানের ভ্যাকসিন তৈরী না হচ্ছে, ততক্ষণ করোনার নতুন ভ্যারিয়েন্ট সম্পর্কে সচেতন থাকতে হবে। তিনি জানিয়েছেন, ভ্যাকসিনেও তৃতীয় ঢেউ আটকানো যাবে কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া যাচ্ছে না।
করোনার দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল ভারত। অক্সিজেন থেকে শুরু করে ওষুধ অমিল অনেক কিছুই। হাসপাতালে বেড পেতেও সমস্যা হচ্ছে। এই অবস্থায় তৃতীয় ঢেউ আটকানোর জন্য একমাত্র উপায় কি লকডাউন? ভাবছে সব মহলই।
তবে লকডাউন করলে কী সুবিধা তা নিয়ে কিন্তু বিতর্ক আছে। অর্থনীতিবিদ কৌশিক বসু সরাসরি লকডাউনের বিরোধিতা করে বলেছেন, দ্বিতীয় ঢেউ সামলাতে ভারতে যদি আবার লকডাউন হয় তাহলে অর্থনীতি ধ্বংস হয়ে যেতে পারে। কারণ গত বছরের লকডাউনের প্রভাব এখনও কাটিয়ে উঠতে পারেনি ভারত। তিনি বলেছেন, এই মুহূর্তে স্বাস্থ্য পরিকাঠামোর আমূল সংস্কার। অক্সিজেন, হাসপাতালের বেডের জোগান বাড়ানো।
অন্যদিকে বিশ্বজোড়া এক পরিসংখ্যানে জানা গেছে, করোনা ভাইরাসের তৃতীয় ঢেউয়ে বেশি ক্ষতির আশঙ্কা শিশুদের। এ ক্ষেত্রে সদ্যোজাত ও ছোট বাচ্চারা শুধু সংক্রমিত হচ্ছে তাই নয়, তাদের শরীরে তৈরি হচ্ছে একাধিক জটিল উপসর্গ।
Comments are closed.