কলকাতার সরকারি হাসপাতালে মাত্র আড়াই মাসে রক্ত ক্যানসার মুক্ত হলেন যুবক

ফের সাফল্য পেল কলকাতার নীলরতন সরকার মেডিক‌্যাল কলেজ হাসপাতাল। ভিন রাজ্যের বাসিন্দাকে ক্যানসার মুক্ত করল এই হাসপাতাল। আউটডোরে মাত্র ২ টাকা টিকিট কেটে চিকিৎসা করাতে এসেছিলেন ঝাড়খন্ডের বাসিন্দা ফেহরান আলি। আর মাত্র আড়াই মাসেই ক্যানসার মুক্ত হয়েছেন তিনি।

রক্তের ক‌্যানসারে আক্রান্ত হয়েছিলেন ফেহরান আলি নামের ওই যুবক। সুস্থ হতে তিনি কলকাতার নীলরতন সরকার মেডিক‌্যাল কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভাগে ভরতি হন। বোন ম‌্যারো ট্রান্সপ্ল‌্যান্ট, ক‌্যানসার, হিমোফিলিয়া, থ‌্যালাসেমিয়ার মতন রোগের চিকিৎসা হয় এই সরকারি হাসপাতালের হেমাটোলজি বিভাগে।

নীলরতন সরকার মেডিক্যাল কলেজ অথবা এন আর এসের তরফে জানানো হয়েছে, রক্তের গ্রুপ মিলিয়ে ভাইয়ের শরীর থেকে বোন ম‌্যারো নিয়ে তা প্রতিস্থাপন করা হয় রোগীর শরীরে। কোনও ভয় নেই। ওই যুবক আর পাঁচ জনের মতন জীবন কাটাতে পারবেন বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসকরা। খুশি রোগীর পরিবার। সুদূর ঝাড়খন্ড থেকে কলকাতায় আসার পর সফল চিকিৎসা। নীলরতন সরকার হাসপাতালকে শুভেচ্ছা জানিয়েছেন রোগীর পরিবার।

Comments are closed.