দেশজুড়ে ফের বৃদ্ধি পাচ্ছে করোনা সংক্রমণের সংখ্যা। গত ১ সপ্তাহে প্রায় ৫ হাজার মানুষ করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন। সেইসঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যা। এই অবস্থায় চিকিৎসকরা কোভিড বিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন।
শনিবার করোনায় দৈনিক সংক্রমণের সংখ্যা ১০০০ পেরিয়ে গিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী শনিবার দেশজুড়ে করোনা সংক্রমিত হয়েছেন ১ হাজার ৭১ জন। শেষ নভেম্বর মাসে করোনা সংক্রমণের সংখ্যা ১০০০ পেরিয়েছিল।
জানা গিয়েছে কোভিড সংক্রমনের হার পশ্চিম এবং দক্ষিণ ভারতেই বেশি। মহারাষ্ট্রে সংক্রমনের জার সবথেকে বেশি। দেশে কোভিড সংক্রমিত হয়ে শেষ ৭ দিকে মৃত্যু হয়েছে ১৯ জনের। যদিও পশ্চিমবঙ্গে সংক্রমণ নিয়ন্ত্রণেই রয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, রবিবার পর্যন্ত বাংলায় করোনা সংক্রমণ রোগীর সংখ্যা ৪৬ জন। গত ২৪ ঘণ্টায় কোনও মৃত্যু হয়নি। এই অবস্থায় চিকিৎসকরা বারবার হাত ধোয়া, মুখে মাস্ক পড়ে বাইরে বেরোনোর পরামর্শ দিয়েছেন।
Comments are closed.