এই বাজেট কর্মসংস্থান, স্বাস্থ্য, শিক্ষা সব দিকেই গুরুত্বপূর্ন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার বাজেট পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এরপরেই বাজেটের প্রশংসা করেন মোদী। নির্মলা সীতারমনকে ধন্যবাদ জানান তিনি।
তিনি বলেন, উন্নয়নমূলক এই বাজেটে আধুনিক ভারত গড়ে উঠবে। তাঁর কথায় বাজেটে উচ্চবিত্ত, নিম্নবিত্ত সব শ্রেণীর কথা ভাবা হয়েছে। মোদীর মুখে উঠে আসে গরিব কল্যাণের কথা। বলেন, প্রতিটি গরিব পরিবার যেন পাকা বাড়ি পান, বাড়িতে জলের সংযোগ যেন থাকে, শৌচালয় ও রান্নার গ্যাসের সুবিধা যেন থাকে, সেদিকে নজর দেওয়া হবে বাজেটে। উত্তরাখন্ড, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খন্ড ও পশ্চিমবঙ্গে গঙ্গার তীরে কৃষিকাজের ওপর গুরুত্ব দেওয়া হবে।
মোদী বলেন, পাহাড় থেকে দেশের সব জায়গায় ডিজিটাইলাইজেশনের ওপর জোর দেওয়া হয়েছে। তিনি বলেন, হিমাচলপ্রদেশ, উত্তরাখন্ড, জম্মু কাশ্মীর ও উত্তর পূর্বের রাজ্যগুলির জন্য পর্বত মালা প্রকল্প চালু করা হচ্ছে। এটি পাহাড়ে আধুনিক পরিবহন ও সংযোগ ব্যবস্থা সহজতর করবে।
Comments are closed.