ভিক্ষে, ধার, চুরি যা খুশি করুন! হাসপাতালে অক্সিজেন কেন্দ্রকেই দিতে হবে, নজিরবিহীন ভর্ৎসনা দিল্লি হাইকোর্টের
দিল্লিতে অক্সিজেনের অভাবে মৃত্যু হচ্ছে একের পর এক রোগীর
রাজধানীর ম্যাক্স হাসপাতালের দায়ের করা অক্সিজেন মামলায় কেন্দ্রকে তীব্র ভর্ৎসনা করল দিল্লি হাইকোর্ট। হাসপাতালে অক্সিজেন সরবরাহ যে একান্তই কেন্দ্রের দায়িত্ব তা মনে করানোর পাশাপাশি দিল্লি হাইকোর্টের নজিরবিহীন ভর্ৎসনা, ভিক্ষে করুন, ধার করুন বা চুরি, যা খুশি করুন, হাসপাতালে অক্সিজেন জোগান কেন্দ্রীয় সরকারকেই দিতে হবে।
ম্যাক্স হাসপাতালের অভিযোগ ছিল, দ্বিতীয় ঢেউ চলছে এই সময় দিল্লির হাসপাতালের কোটার অক্সিজেনও উত্তরপ্রদেশে পাঠিয়ে দিচ্ছে কেন্দ্র। ফলে দিল্লিতে অক্সিজেনের অভাবে মৃত্যু হচ্ছে একের পর এক রোগীর।
সেই মামলায় দিল্লি হাইকোর্ট তীব্র ভর্ৎসনা করে মোদী সরকারকে। একটি সরকার বাস্তব সম্পর্কে এত উদাসীন কী করে হতে পারে? শুধুমাত্র অক্সিজেনের অভাবে রোগীদের মৃত্যু হচ্ছে এটা মানা যায় না। এই জরুরি অবস্থা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, সরকারের কাছে মানুষের জীবনের কোনও দাম নেই। বলে দিল্লি হাইকোর্ট। এখানেই শেষ নয়, আদালত বলে, আমরা দেখে অবাক হয়ে যাচ্ছি, হাসপাতালে অক্সিজেন নিঃশেষ কিন্তু স্টিল প্লান্ট যথারীতি চলছে!
বিচারপতি বিপিন সাঙ্ঘি এবং বিচারপতি রেখা পাল্লির বেঞ্চ বলে, যদি এই মুহূর্তে স্টিল, পেট্রোলিয়াম শিল্পে অক্সিজেন সরবরাহ বন্ধ করে তা হাসপাতালে দিলে মাথায় আকাশ ভেঙ্গে পড়বে না। বিচারপতিদের পর্যবেক্ষণ এটা না করলেই বরং মাথায় আকাশ ভাঙ্গার পরিস্থিতি হবে। লোভ এমন সীমা ছাড়িয়ে গিয়েছে যে মনুষ্যত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না। টাটারা যদি শিল্পের জন্য তৈরি অক্সিজেন হাসপাতালে সরবরাহ করতে পারে তাহলে কেন্দ্রীয় সরকার কেন নয়? প্রশ্ন বেঞ্চের।
অতিমারির সময় কেন্দ্রীয় সরকারকে আদালতের এই ভর্ৎসনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
Comments are closed.