উত্তরপ্রদেশের সুলতানপুরে ৬ লেনের দেশের দীর্ঘতম পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাড়ে বাইশ হাজার কোটি টাকায় তৈরি এই এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য ৩৪১ কিলোমিটার। এক্সপ্রেসওয়ে উদ্বোধনের পর মোদী বলেন, আগের সরকার একটি পরিবারের কথাই ভাবত। উত্তরপ্রদেশের উন্নয়নে মন দেয়নি আগের সরকার। মঙ্গলবার এই এক্সপ্রেসওয়ের উদ্বোধনের জন্য C-130J সুপার হারকিউলিস পণ্যবাহী বিমানে চেপে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নবনির্মিত এই এক্সপ্রেসওয়ের জন্য উত্তরপ্রদেশে সুলতানপুরের কাছে ৩.২ কিলোমিটার লম্বা এয়ারস্ট্রিপ তৈরি করা হয়। সেখানেই নামে প্রধানমন্ত্রীর বিমান।
এদিন যোগী সরকারের ঢালাও প্রসংশা করেন মোদী। বলেন, ৩ বছর আগে এই এক্সপ্রেসওয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলাম। ভাবতেই পারিনি বিমান নিয়ে এখানে নামতে পারব। তিনি আরও বলেন, এই এক্সপ্রেসওয়ে উত্তরপ্রদেশের গৌরব। এই এক্সপ্রেসওয়ের মাধ্যমে লক্ষ কোটির বিনিয়োগ আসবে রাজ্যে। উত্তরপ্রদেশের ভাগ্যবদল শুরু হয়ে গেছে। আগে উত্তরপ্রদেশে অনেক লোডশেডিং হত, আইনশৃঙ্খলা খারাপ ছিল। অপরাধ চক্রের বাড়বাড়ন্ত ছিল। আর ৭ থেকে ৮ বছরেই উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এদিনের অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
Comments are closed.