একদিন নয় এবারের ‘মোহনবাগান দিবসের’ উদযাপন দু’দিন ধরে 

আগামী ২৯ জুলাই মোহনবাগান দিবস। ক্লাবের এই বিশেষ দিনটির দিকে তাকিয়ে থাকে সবুজ মেরুন ভক্তরা। সারাদিন জুড়ে নানান অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হয় মোহনবাগান দিবসের। তবে এবার মোহনবাগান ভক্তদের জন্য খুশির খবর। একদিন নয়, ‘মোহনবাগান দিবস’ অনুষ্ঠান হবে দু’দিন ধরে। 

ক্লাব সূত্রে খবর, সোমবার কর্তৃপক্ষের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্লাবের সচিব দেবাশিস দত্ত জানিয়েছেন, এবারে ২৯ জুলাই মহরম পড়েছে। যে কারণে দু’দিন ধরে অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমদিন দুপুরে ক্লাবের প্রাক্তনদের নিয়ে ম্যাচ অনুষ্ঠিত হবে। এবং দ্বিতীয় দিন অর্থাৎ ৩০ জুলাই পুরস্কার বিতরণী ও বাকি অমুষ্ঠান। 

স্বাভাবিকভাবেই এই দু’দিন সবুজ মেরুন তাঁবুতে রীতিমতো চাঁদের হাট বসবে। ক্রীড়া জগতের পাশপাশি সমাজের অন্যান্য ক্ষেত্রের বিশিষ্টরাও উপস্থিত থাকবেন। পাশাপাশি এবছরও মোহনবাগান দিবসের মূল অনুষ্ঠান মঞ্চে উপস্থিত থাকবেন ‘অমর একাদশের’ সদস্যদের উত্তরসূরিরা। গতবার থেকেই তাঁদের মঞ্চে রাখা শুরু হয়েছে। সেই সঙ্গে ফুটবল, ক্রিকেট, হকিতে ক্লাবের সাফল্য মেলায় তা নিয়েও বাড়তি উদযাপন হবে। 

Comments are closed.