এবার মুকেশ আম্বানি নিয়ে আসলো Jio-র সবচেয়ে সস্তার ৩টি রিচার্জ প্ল্যান! JIO-র এই তিনটি সস্তার প্ল্যানে গ্রাহকরা পেয়ে যাবেন আকর্ষণীয় সুবিধা, গ্রাহকরা পাবেন দারুণ সুবিধা
চলতি মাসের শুরুতেই রিলায়েন্স জিও তাদের রিচার্জ প্ল্যানগুলির দাম ২০% বাড়িয়ে দিয়েছে। এক্ষেত্রে সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। এই নিয়ে দ্বিতীয় বার চলতি বছরে রিচার্জ প্ল্যানগুলোর দাম বাড়ালো রিলায়েন্স জিও। সম্প্রতি এই ঘটনায় ক্ষুব্ধ হয়েছেন জিও গ্রাহকরা। সম্প্রতি গ্রাহকদের ধরে রাখার জন্য নিত্য নতুন আকর্ষণীয় অফার নিয়ে আসছেন মুকেশ আম্বানির রিলায়েন্স জিও।
তবে এবার জিও আরো তিনটি সস্তার রিচার্জ প্ল্যান নিয়ে এল তাদের গ্রাহকদের জন্য, যাতে থাকছে নানা আকর্ষণীয় সুযোগ। এই তিনটি প্ল্যানের মূল্য হল যথাক্রমে- ১৫৫, ৩৯৫, ১৫৫৯ টাকা। এই প্ল্যানগুলি রিচার্জ করলে গ্রাহকরা কি কি সুযোগ সুবিধা পাবেন তা জেনে নিন।
• ১৫৫- ভ্যালিডিটি ২৮ দিনের। ভারতের যেকোনো জায়গার মানুষের সাথে আনলিমিটেড কলের সুযোগ। দু জিবি মোবাইল ডেটা। যা শেষ হয়ে গেলে গ্রাহকের কাছে আনলিমিটেড ইন্টারনেট ব্রাউজিং করার সুযোগ থাকবে। ইন্টারনেটের গতি ৬৪কেবিপিএস হবে। এছাড়াও ৩০০ টি অতিরিক্ত এসএমএসের সুবিধা পাবেন গ্রাহকরা।
• ৩৯৫- ভ্যালিডিটি ৮৪ দিনের। আনলিমিটেড কলিংয়ের সুবিধা। মোট ৬ জিবি হাই স্পিড ডেটা। যা শেষ হয়ে গেলে গ্রাহকের কাছে আনলিমিটেড ইন্টারনেট ব্রাউজিং করার সুযোগ থাকবে। ইন্টারনেটের গতি ৬৪কেবিপিএস হবে। এছাড়াও প্ল্যান শেষে গ্রাহকরা ৪জি রিচার্জ করার সুবিধা পাবেন। এই রিচার্জ প্ল্যানে ১০০০টি ফ্রি এসএমএস করার সুবিধা পেয়ে যাবেন গ্রাহকরা।
• ১৫৫৯- ভ্যালিডিটি ৩৩৬ দিনের। আনলিমিটেড কলের সুবিধা। নির্ধারিত এসএমএসের পরেও অতিরিক্ত ৩৬ টি এসএমএসের সুবিধা। মোট ৫৭ জিবি হাই স্পিড ডেটা। এছাড়াও প্রয়োজনীয় ডেটা শেষে গ্রাহকরা ৪জিবি ডেটা ভাউচার রিচার্জ করার সুবিধা পাবেন।
Comments are closed.