এবার দুয়ারে পণ্য পরিষেবা দেবে রেল। দেশের যেকোনো প্রান্তের জিনিস বাড়ির দরজায় পৌঁছে যাবে। কুরিয়ার পরিষেবার মতন সেই কাজ করবে রেল।
এতদিন পর্যন্ত দেশের এক প্রান্তের পণ্য অন্য প্রান্তে পৌঁছে দেওয়ার কাজ করত বিভিন্ন বেসরকারি কুরিয়ার সংস্থা। তারা বিমানে করে সেইসব পণ্য নিয়ে যাওয়া আসা করত। এবার থেকে সেই কাজই করবে রেল। এই জন্য একটি অ্যাপ তৈরি করছে রেল। সেখানে একটি কিউআর কোড থাকবে। সেই কিউআর কোডের মাধ্যমে পণ্য কখন, কোথায় আছে আর কখন পৌঁছবে তা জানা যাবে। খরচের তথ্যও পাওয়া যাবে অ্যাপের মাধ্যমেই। তবে এই পরিষেবার রেল গ্রাহকদের বাড়িতেও পণ্য পৌঁছে দিতে পারে আবার কোনও গ্রাহক চাইলে রেলের দফতর থেকেও তা নিয়ে নিতে পারেন।
আগামী কয়েক মাসের মধ্যেই দরজায় দরজায় বিভিন্ন পণ্য পৌঁছে দেওয়ার কাজ পরীক্ষামূলক ভাবে শুরু হতে পারে। জুন-জুলাই নাগাদ দিল্লি ও গুজরাতের এই পরিষেবা শুরু হয়ে যাবে। এরপর শুরু হবে মুম্বইতে।
Comments are closed.