প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমার জীবন শেষ করে দিয়েছেন। যত দ্রুত সম্ভব আমি মোদীকে খুন করব। কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রে খবর, মুম্বাই NIA দফতরে এমনি একটি হুমকি ইমেল করছেন এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি। প্রধানমন্ত্রীকে খুনের হুমকির কথা প্রকাশ্যে আসায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে গোয়েন্দা সংস্থা।
সূত্রের খবর, শুক্রবার মুম্বাইয়ের NIA দফতরে এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি ইমেল করে জানিয়েছেন, তাঁর কাছে ২০ কেজির RDX রয়েছে। ইমেলে ওই ব্যক্তির চাঞ্চল্যকর দাবি, তাঁর কাছে যে পরিমাণ RDX রয়েছে তাতে দেশের ২০ টি জায়গায় বিস্ফোরণের ক্ষমতা রয়েছে তাঁর কাছে। দেশের হাজার হাজার মানুষকে হত্যা করতে পারবেন তিনি। ইমেলে তিনি আরও বিস্ফোরক দাবি করেছেন, গত ২৮ ফেব্রুয়ারি থেকে দেশের ২০ টি জায়গায় স্লিপার সেল এক্টিভ রয়েছে। দেশের বড় বড় শহর বিস্ফোরণ উড়িয়ে দেব। সেই সঙ্গে ওই জৈনিক ব্যক্তির হুঁশিয়ারি, ক্ষমতা থাকলে আমায় কেউ আটকে দেখাক।
ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্তে প্রস্তুতি শুরু করেছে NIA । প্রাথমিকভাবে ইমেলটি কোন কম্পিউটার থেকে করা হয়েছে তা খতিয়ে দেখতে IP এড্রেস স্ট্রেস করার প্রক্রিয়া শুরু হয়েছে। এরপর ওই নির্দিষ্ট আইপি এড্রেস স্ট্রেস করে কম্পিউটারের লোকেশন জানার চেষ্টা করছে গয়েন্দারা।
উল্লেখ শুক্রবারই একটি অনুষ্ঠানে দেশ জুড়ে পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলতে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। পরীক্ষার কঠিন সময়ে নিজেদের কীভাবে তৈরি রাখতে সে সম্পর্কে পড়ুয়াদের নানান পরামর্শ দেন তিনি। সেই সঙ্গে পড়ুয়াদের একাধিক প্রশ্নের উত্তরও দেন তিনি।
Comments are closed.