দলের নির্দেশ অমান্য করে পঞ্চায়েত ভোটে নির্দল প্রার্থী হয়ে মনোয়ন জমা দেওয়ায় এর আগে ৫৬ জন নেতা কর্মীকে সাসপেন্ড করেছিল তৃণমূল। এবার সেই তালিকে যোগ হল আরও ১৮৯ জন। তৃণমূলের শীর্ষ নেতৃত্বের তরফে জানানো হয়েছে, দলের মনোনীত প্রার্থীকে না মেনে নির্দল প্রার্থী হয়ে দাঁড়ানোর কারণে একাধিক জেলা থেকে সব মিলিয়ে ১৮৯ জনকে সাসপেন্ড করা হয়েছে।
কোন জেলা থেকে কতজন নেতা কর্মীকে সাসপেন্ড করা হয়েছে, এবারে সে তালিকাও দেওয়া হয়েছে। ১৮৯ জনের মধ্যে বীরভূম থেকে ১৫, হুগলি থেকে ২৫, হাওড়া থেকে ১৩, ঝাড়গ্রাম থেকে ১৪, মুর্শিদাবাদ ২৫, পূর্ব মেদিনীপুর থেকে ৫৮ জন এবং পশ্চিম মেদিনীপুর থেকে ৩৯ জন৷
নবজোয়ার কর্মসূচি চলাকালীন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি বার বার সতর্ক করেছিলেন, দলের মনোনীত প্রার্থীকে সমর্থন না করে নির্দল হিসেবে দাঁড়ালে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। খোদ তৃণমূল নেত্রীও দলের নির্দল প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার করে নিতে অনুরোধ করেছিলেন। সেই সঙ্গে বলা হয়েছিল, দলের নির্দেশ অমান্য করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এবার সেই মতোই আরও ১৮৯ জনকে সাসপেন্ড করল তৃণমূল।
Comments are closed.