ত্রিপুরায় ভোটের নামে প্রহসন হয়েছে। মানুষকে সুষ্ঠুভাবে ভোট দিতে দেওয়া হয়নি। পুরভোটের গণনা স্থগিত করে দেওয়া হোক। এই দাবি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল। এর আগে তৃণমূলের মামলার প্রেক্ষিতে ত্রিপুরায় অবাধ ও শান্তিপূর্ণ ভোটের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। তৃণমূলের অভিযোগ সেই নির্দেশ মানা হয়নি। এই নিয়ে তদন্তের দাবি জানানোর পাশাপাশি ভোট গণনা স্থগিতের দাবি জানিয়েছে তৃণমূল।
বৃহস্পতিবার ছিল ত্রিপুরায় পুরভোট। ভোটের দিন সকাল থেকে নানা রকম অশান্তির ছবি দেখা গেছে। কোথাও তৃণমূল প্রার্থীর চোখ নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে আবার কোথাও ছাপ্পা ভোট দিতে গেছে। ভোট দিতে দেওয়া হয়নি বিরোধী দলের প্রার্থীদের। অভিযোগ যদি খোদ প্রার্থীদের ভোট দিতে না দেওয়া হয়, তবে সাধারণ মানুষ কোথাও দাঁড়িয়ে আছে। এইসব অভিযোগ রীতিমত ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে তৃণমূল ও সিপিএম। যদিও সেইসব ভিডিওর সত্যতা যাচাই করনেই দি বেঙ্গল স্টোরি।
ভোটের আগে সন্ত্রাসের অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিলেন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব। ভোটের ফলাফল ঘোষণা পর্যন্ত ত্রিপুরার পরিবেশ শান্ত রাখতে হবে। সুষ্ঠু ও অবাধ ভোট করানোর নির্দেশ দিয়ছিল সুপ্রিম কোর্ট। কিন্তু পরবর্তীকালে দেখা যায়, সেইসব নির্দেশ কিছুই মানছে না শাসক দল বিজেপি। ফের আদালত অবমাননার মামলা করে তৃণমূল। সেই মামলায় ভোটের ফল ঘোষণা পর্যন্ত কী ব্যবস্থা নিয়েছে ত্রিপুরা সরকার? জানতে চায় সুপ্রিম কোর্ট। ভোটের দিনেও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। এবার ভোট স্থগিতের আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল তৃণমূল।
Comments are closed.