মমতা: কৃষকরা রাস্তায় এবার সাধারণ মানুষ পথে নামলে এজেন্সি দিয়ে ঠেকাতে পারবেন না মোদী
মমতার ঘোষণা, দাম না কমলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে তৃণমূল
পেট্রল, ডিজেল, রান্নার গ্যাসের লাগাম ছাড়া দাম বৃদ্ধির বিরুদ্ধে সকালে অভিনব প্রতিবাদ করেছিলেন মমতা। বিকেলেও তার জের টেনে নিজেই কিছুটা রাস্তা ইলেকট্রিক স্কুটার চালিয়ে ফিরলেন তিনি। প্রতিবাদ শেষে বিজেপিকে হুঁশিয়ারি দিলেন তিনি। মমতা বলেন, একদিকে কৃষকরা রাস্তায়, পেট্রল ডিজেল, রান্নার গ্যাসের আকাশছোঁয়া দাম বৃদ্ধির প্রতিবাদে এবার পথে নামবে সাধারণ মানুষ। মোদী বাবু আপনি এজেন্সি দিয়ে কিছু করতে পারবেন না। মমতার ঘোষণা, দাম না কমলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে তৃণমূল। বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, কুম্ভকর্নদের ঘুম না ভাঙলে আমরা ভাঙ্গাবো।
মমতার অভিযোগ নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার আগে গ্যাসের দাম ছিল ৪০০ টাকা, এখন রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ৮০০ টাকা। তৃণমূল সুপ্রিমোর কথায়, হয় গ্যাসের দাম ফেরাও, না হলে মোদী ফিরে যাও।
[আরও পড়ুন- ব্যারাকপুরে স্থগিত পরিবর্তন যাত্রা, পুলিশের বিরুদ্ধে হাইকোর্টে যাওয়ার হুমকি]
কেরোসিনের উপর ভর্তুকি প্রত্যাহারের সিদ্ধান্তেও এদিন কেন্দ্রের সরকারকে একহাত নেন মমতা। সবমিলিয়ে মমতার এদিনের অভিনব প্রতিবাদের পর পরিষ্কার, লাগাতার মূল্য বৃদ্ধিকে হাতিয়ার করে ভোটের মুখে এবার বিজেপির বিরুদ্ধে রাজ্য জুড়ে তীব্র আন্দোলনের পথে হাঁটতে চলেছে তৃণমূল।
Comments are closed.