তৃণমূলের সর্ব ভারতীয় সহ সভাপতি করা হল পবন কুমার ভার্মাকে, গত মাসেই ঘাসফুল শিবিরে যোগ দিয়েছিলেন তিনি

তৃণমূলের সর্বভারতীয় সহ সভাপতি হলেন পবন কুমার ভার্মা। গত নভেম্বরে তৃণমূলে যোগ দিয়েছিলেন জেডেইউ নেতা পবন কুমার ভার্মা। বিহারের মুখ্যমন্ত্রী নিতিশ কুমারের মুখ্য উপদেষ্টার দায়িত্ব সামলানোর পাশাপাশি রাজ্যসভার সদস্যও ছিলেন তিনি।

রবিবার একটি টুইট করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি জানিয়েছেন, পবন কুমার ভার্মার জাতীয় রাজনীতিতে দীর্ঘ অভিজ্ঞতাকে কাজে লাগাতে দলের সহ সভাপতি করা হল তাঁকে।

https://twitter.com/AITCofficial/status/1472540485075959811?t=IyJA3xptnGSyZF5-n5lc8g&s=19

পবন কুমার ভার্মা দিল্লিতে মমতা ব্যানার্জির হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নিয়েই তিনি বলেছিলেন, আমি মমতাকে নয়াদিল্লিতে দেখতে চাই।

বাংলার গণ্ডি ছাড়িয়ে দেশের বিভিন্ন প্রান্তে শাখা বিস্তার করছে তৃণমূল কংগ্রেস। কংগ্রেস-সহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে নেতারা যোগ দিচ্ছেন তৃণমূল কংগ্রেসে। গত নভেম্বরে জোড়াফুল শিবিরে যোগ দেওয়ার একমাসের মধ্যেই পবন কুমার ভার্মাকে দলের সর্বভারতীয় সহ সভাপতি করা হল।

Comments are closed.