‘গড়’ হাতছাড়া বিজেপির দুই হেভিওয়েটের; কাঁথিতে হার বিজেপির, খড়গপুরেও এগিয়ে তৃণমূল 

দীর্ঘ চার দশক পরে কাঁথি পুরসভা অদিকারীদের হাত ছাড়া হতে চলেছে। সকাল থেকে ব্যালট খুলতেই কাঁথিতে এগোতে থাকে তৃণমূল। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাড়ির ওয়ার্ডে পরাজিত বিজেপি। রাজ্যের মন্ত্রী অখিল গিরির ছেলে সুপ্রকাশ গিরির কাছে পরাজিত হয়েছেন কাঁথির বিজেপি বিধায়ক সুমিতা সিংহ। 

অন্যদিকে বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের গড় বলে পরিচিত খড়গপুরেও এগিয়ে তৃণমূল। তবে বিজেপি বিধায়ক হিরণ চ্যাটার্জি প্রথমবার পুরভোটে নেমে জয় ছিনিয়ে নিয়েছেন। 

শেষ পাওয়া খবর অনুযায়ী ১০৮ টি পুরসভার মধ্যে ৮০ টি দখল তৃণমূলের। উল্লেখ্য ভোটের পরেই নির্বাচনে কারচুপির অভিযোগ এনে সরব হন বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। গণনা স্থগিতের দাবি জানিয়ে আদালতেও যায় বিজেপি। যদিও আদালত রাজ্য বিজেপির দাবি খারিজ করেছে। 

Comments are closed.