কাঁধে চিঠি নিয়ে অভিষেক পৌঁছেছিলেন কৃষি ভবনে, দেড় ঘন্টা অপেক্ষার পর মন্ত্রী জানালেন দেখা করবেন না; পাল্টা হুঁশিয়ারি তৃণমূলের

যন্তর মন্তরের কর্মসূচি সেরে রাজ্যের ‘বঞ্চিত’ মানুষদের দাবি দাওয়ার চিঠি কাঁধে নিয়ে কৃষি ভবনে পৌঁছেছিলেন অভিষেক ব্যানার্জি এবং তৃণমূলের প্রতিনিধি দল। এদিকে দেড় ঘন্টা ঘাসফুল শিবিরের নেতা মন্ত্রীদের কৃষি ভবনে অপেক্ষা করানোর পর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রজ্ঞা নিরঞ্জন জানিয়ে দিলেন, তিনি দেখা করতে পারবেন না। পাল্টা তৃণমূলের তরফেও জানানো হয়েছে, যতক্ষণ না কেন্দ্রীয় মন্ত্রী তাঁদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তাঁরাও কৃষি ভবন ছেড়ে যাবেন না। 

এদিন সন্ধ্যে ৬টা ১০ নাগাদ কৃষি ভবনে পৌঁছে যায় তৃণমূলের প্রতিনিধি দল। তাঁদের অভিযোগ, রাত্রি পৌনে আটটা পর্যন্ত কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী প্রজ্ঞা নিরঞ্জন তৃণমূল নেতৃত্বের সঙ্গে দেখা করেননি। কৃষি ভবনের ভেতর থেকেই ফেসবুক লাইভ-এ এনিয়ে সরব হয়েছেন তৃণমূল সাংসদরা। সাংসদ কল্যাণ ব্যানার্জি বলেন, মন্ত্রীর কথাতেই সময় বদলানো হয়েছে। এখন তিনিই দেখা করছেন না। দেখা করবেন কি না, তা-ও বলছেন না। তবে আমরা দেখা না করে যাব না।

এদিকে কৃষি ভবনের ভেতর থেকে একটি ভিডিও বার্তায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে একহাত নিয়েছেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। এদিন তিনি বলেন, শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করার পর থেকেই মন্ত্রী এসব কথা বলছেন। আমরাও পাল্টা জানিয়েছি, দেখা না করে যাব না। 

Comments are closed.