তৃণমূলে যোগ দিলেন আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়

তৃণমূলে যোগ দিলেন আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। অভিষেক ব্যানার্জির হাত ধরে তৃণমূলে যোগ দেন তিনি। ক্যামাকস্টিটে অভিষেক ব্যানার্জির অফিসে তিনি তৃণমূলে যোগ দেন। তৃণমূলের অফিসিয়াল টুইটারে এইকথা জানানো হয়।

কয়েকটি ছবি প্রকাশ করা হয় টুইটারে। সেই ছবিতে দেখা যায়, বাবুল সুপ্রিয়কে তৃণমূলের উত্তরীয় পড়িয়ে দিচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। এদিন যোগদান সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন।

একুশের ভোটে টালিগঞ্জ কেন্দ্র থেকে বিজেপির হয়ে দাঁড়িয়েছিলেন বাবুল সুপ্রিয়। তাঁর প্রতিপক্ষ ছিলেন অরূপ বিশ্বাস। কিন্তু ভোটে হেরে যান বাবুল সুপ্রিয়। ৭ জুলাই মোদীর নতুন মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া হয় বাবুলকে। ৩১ জুলাই রাজনীতি ছাড়ার কথা ঘোষণা করেন বাবুল সুপ্রিয়। এরপরেই ফেসবুক পোষ্ট  করে বাবুল সুপ্রিয় জানান, তিনি রাজনীতি থেকে অবসর নিচ্ছেন। তাঁকে ডেকে পাঠায় কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। এরপর তিনি জানান, রাজনীতি ছাড়লেও আসানসোলের সাংসদ পদ ছাড়ছেন না তিনি।

Comments are closed.