মেঘালয়ে ফের কংগ্রেসে ভাঙন। কংগ্রেসের যুব সভাপতির পদ থেকে পদত্যাগের পর তৃণমূলে যোগ দিলেন রিচার্ড মারাক। সঙ্গে আরও ৫০০ জন কংগ্রেস কর্মীকে নিয়ে তৃণমূলে যোগ দেন রিচার্ড মারাক। রিচার্ড মারাক প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা ঘনিষ্ঠ বলেই পরিচিত। মেঘালয়ের গারোর নিউ তুরাল কলেজে জনসভা করে তৃণমূলে যোগ দিয়েছেন মারাক।
আগেই মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা সহ ১১ বিধায়ক তৃণমূলে যোগ দিয়েছিলেন। এরপর প্রাক্তন যুব কংগ্রেস সভাপতি যোগ এলেন ঘাসফুল শিবিরে।
প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা ঘনিষ্ঠ হওয়ায় তৃণমূলে যোগদানের একটা সম্ভাবনা ছিল রিচার্ড মারাকে। সাংমা তৃণমূলে যোগ দেওয়ার পরেই রিচার্ডকে নিয়ে জল্পনা তৈরী হয়েছিল। এবার সেই জল্পনা সত্যি করে ৫০০ কংগ্রেস কর্মী নিয়ে তৃণমূলে আনুষ্ঠানিক ভাবে যোগদান পর্ব সেরে ফেললেন রিচার্ড। যোগদানের পর রিচার্ড জানিয়েছেন, মেঘালয়ে নিয়ে গুরুত্ব দিচ্ছে না কংগ্রেস। তাই বিকল্প শক্তি হিসেবে তৃণমূলকেই বেছে নিয়েছেন তিনি।
এরআগে মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা তৃণমূলে যোগ দেওয়ার পর কলকাতায় এসে জানিয়েছিলেন, আগামী দিনে মেঘালয়ে কংগ্রেস বলে কিছু থাকবে না। আর বাস্তবেই সেটাই দেখা যাচ্ছে।
Comments are closed.