কাটোয়ার TMC প্রার্থী রবীন্দ্রনাথ চ্যাটার্জিকে প্রাণে মারার হুমকির অভিযোগ BJP’র সুনীল মণ্ডলের, কমিশনে নালিশ
এর আগেও নন্দীগ্রামে সুনীল মণ্ডল রবীন্দ্রনাথ চ্যাটার্জিকে প্রাণে মারার হুমকি দিয়েছিলেন
ষষ্ঠ দফায় ভোট কাটোয়ায়। ভোটের আগে বিজেপি নেতা সুনীল মণ্ডলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন কাটোয়ার তৃণমূল প্রার্থী রবীন্দ্রনাথ চ্যাটার্জি। দ্বারস্থ হলেন নির্বাচন কমিশনের।
রবীন্দ্রনাথ চ্যাটার্জির অভিযোগ, মঙ্গলবার একটি জনসভায় সুনীল মণ্ডল বলেন, বিজেপি ক্ষমতায় আসবে ২ তারিখ। যেদিন তৃণমূল হেরে যাবে, ও যদি বুঝতে পারে, আগেই এখান থেকে বেরিয়ে যাবে। ভোটের পর যাতে রবীন্দ্রনাথ কাটোয়া ছেড়ে বেরোতে না পারেন, তার জন্য শহর ঘিরে রাখতে হবে। ও যাতে বেরোতে না পারে, তার জন্য আমাদের কর্মীরা প্রাণ দিয়ে দেবে।
এই হুমকির পর তৃণমূল নির্বাচন কমিশনে নালিশ জানায়। তাঁদের অভিযোগ, তৃণমূল প্রার্থী রবীন্দ্রনাথে নাম উল্লেখ করে সুনীল মণ্ডল তাঁকে প্রাণে মারার হুমকি দিয়েছেন।
রবীন্দ্রনাথের দাবি, তাঁকে ঘিরে রেখে মারার পরিকল্পনা করছেন সুনীল। এবারই প্রথম নয়, এর আগেও নন্দীগ্রামে সুনীল মণ্ডল তাঁকে প্রাণে মারার হুমকি দিয়েছিলেন।
যদিও অভিযোগ অস্বীকার করেছেন সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া সুনীল মণ্ডল। তাঁর স্পষ্ট বক্তব্য, তিনি খুনের হুমকি দেননি।
Comments are closed.