সোমবার বিকেলে রাজ্যে ঝড়বৃষ্টি সহ বজ্রপাতে মৃতের সংখ্যা কমপক্ষে ২৮ জন। আগামী ৭২ ঘণ্টার মধ্যে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি।
অভিষেক যাবেন মুর্শিদাবাদ, হুগলি, মেদিনীপুর জেলায় মৃতদের পরিবারের সদস্যদের সাথে দেখা করতে। সূত্রের খবর, বুধবার দুপুরে তিনি যাবেন মুর্শিদাবাদ জেলায়৷ সেখানে যাবেন তিনি বহরমপুর ও রঘুনাথাগঞ্জে। বৃহস্পতিবার তিনি যাবেন হুগলি জেলায়৷ সেখানে খানাকুল, তারকেশ্বর ও পোলবায় মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে যাবেন তিনি। আগামী শুক্রবার তিনি যাবেন রানিবাঁধ, পান্ডুয়া ও চন্দ্রকোণায়।
৬ জেলায় ঘটেছে মৃত্যুর ঘটনা। জানা গেছে, হুগলি জেলায় ১১ জন মারা গেছেন। এই ১১ জন হলেন, হেমন্ত গুছাইত, মালবিকা গুছাইত, শিশির অধিকারী, কানাই লহোরি, কিরণ রায়, হারুন রশিদ, দিলীপ ঘোষ, সুস্মিতা কোলে, সঞ্জীব সামন্ত, সৈল মালিক ও আনন্দ রায়।
মুর্শিদাবাদে ৯ জন মারা গিয়েছেন। তাঁরা, এনামুল শেখ, সইনুল ইসলাম, সুনীল দাস, দূর্যোধন দাস, সূর্য কর্মকার, জালালউদ্দিন শেখ, অভিজিৎ বিশ্বাস, প্রহ্লাদ মুরারী ও মারাজুল শেখ।
পূর্ব মেদিনীপুরে মারা গিয়েছেন ২ জন। শম্পা মণ্ডল আর গৌরাঙ্গ মাঝি।
পশ্চিম মেদিনীপুরেও মারা গিয়েছেন ২ জন। অরুণ মণ্ডল ও অর্চনা রায়।
Comments are closed.