আইএসএফ সমর্থকদের তৃণমূলে ফেরার হুঁশিয়ারি দিয়ে বিতর্কের মুখে ভাঙড়ের তৃণমূল নেতা মোদাসের হোসেন।
মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার কাঁটালিয়া এলাকায় তৃণমূলের একটি দলীয় কার্যালয়ের উদ্বোধন ছিল। সেই অনুষ্ঠানে যোগ দিয়েই একের পর এক বিতর্কিত মন্তব্য করতে থাকেন মোদাসের হোসেন। তিনি আইএসএফ সমর্থকদের হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা আইএসএফকে ভোট দিয়ে জিতিয়েছে তারা যদি আত্মসমর্পণ না করেন তবে ফুরফুরায় গিয়ে ১০০ দিনের কাজ করতে হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা এখানে কাজ দেব, আর তোমরা অন্য দলে থাকবে, তা মেনে নেওয়া হবে না। এই বিষয়ে বিডিও অফিস কিছুই করতে পারবে না বলে জানিয়ে দেন মোদাসের হোসেন। বলেন আমরাই সব।
এত আগেও বিতর্কিত মন্তব্য করেছিলেন মোদাসের হোসেন। ভোটের আগে তিনি বলেছিলেন, তৃণমূলকে ভোট না দিলে স্বাস্থ্য সাথীর কার্ড দেওয়া হবে না। যদিও এতকিছুর পরেও মোদাসের জানিয়েছেন, ভুল কিছু বলিনি। আমি চাই সবাই যেন একসঙ্গে কাজ করতে পারে।
এই বিষয়ে ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী জানিয়েছেন, হেরে গিয়ে আইএসএফ কর্মীদের ভয় দেখাচ্ছে তৃণমূল। মারধর করে তৃণমূলে ফেরাতে চাইছে। কিন্তু ভাঙড়ের মানুষ ওদের যোগ্য উত্তর দেবে। তিনি ভাঙড়বাসীকে আশ্বাস দিয়ে বলেন, রাজনৈতিক দল নির্বিশেষে গরিব মানুষরা যেন কাজ করতে পারে, তা দেখার দায়িত্ব আমার।
Comments are closed.