পুরভোটের আগে ইস্তাহার প্রকাশ করল তৃণমূল। ১০ টি প্রতিশ্রুতির কথা বলা হয়েছে ইস্তাহারে। এর নাম দেওয়া হয়েছে ১০ দিগন্ত। ইস্তাহারে প্রথমেই বলে হয়েছে পানীয় জলের সমস্যার কথা। বলা হয়েছে, জোড়াবাগান এবং গড়িয়া এলাকায় জয় হিন্দ বুস্টার পাম্পিং প্রকল্পের শক্তি বৃদ্ধি করা হবে। এতে যাদবপুর ও টালিগঞ্জে জলের সমস্যা মিটবে।
বলা হয়েছে নিকাশি ও নর্দমা ব্যবস্থার কথা। বৃষ্টির জেরে অতিরিক্ত জল সমস্যার মোকাবিলা করার কথা বলা হয়েছে। ২০০ টি পাম্প সরবরাহ করার পাশাপাশি পাম্পিং স্টেশনগুলির উন্নয়ন করা হবে।
কলকাতার যেসব রাস্তাগুলির সমস্যা আছে, তা দ্রুত সারিয়ে তোলা হবে।
স্বাস্থ্যকেন্দ্রগুলিকে আরও উন্নত করে তোলা হবে । ২৪ ঘন্টা পরিষেবার ব্যবস্থা করা হবে।
মোকাবিলা করা হবে ডেঙ্গি রোগের। ডেঙ্গি হয়েছে কিনা জানতে ৩০ টি ডেঙ্গি নির্ধারন কেন্দ্র গড়ে তোলা হবে।
আরও তৈরী করা হবে নাইট শেল্টার। যেখানে ৫০ থেকে ৬০ জন মানুষ রাতে থাকতে পারেন। বিলুপ্ত লাইটগুলির জায়গায় এলইডি লাইট দিয়ে প্রতিস্থাপন করা হবে।
বাজার, হাট, পার্ক পরিস্কার রাখা হবে আরও।
কলকাতা পুরসভার কর্মীরা যেন আরও ভালো করে কাজ করতে পারে, সেই ব্যবস্থা করা হবে।
মহিলাদের জন্য বিশেষ শৌচালয়ের ব্যবস্থা করা হবে।
শিশুদের বিশ্রামের ব্যবস্থা করা হবে।
Comments are closed.