নেতাজি ইন্ডোরের সভা থেকে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি জানিয়েছিলেন, কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে বিধানসভার সামনে ধর্নায় বসবেন তৃণমূল বিধায়করা। সেই মতো মঙ্গলবার দুপুর তিনটে নাগাদ এই ধর্না কর্মসূচি শুরু করে তৃণমূল বিধায়করা। এদিন বিকেল ৫টা পর্যন্ত ধর্নায় বসেন তৃণমূল বিধায়করা।
তৃণমূল সূত্রে খবর, কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে বুধবারও কর্মসূচি রয়েছে ঘাসফুল শিবিরের। বুধবার কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরই প্রতিবাদ স্বরূপ তৃণমূলের তরফে কালা দিবস পালন করবেন দলীয় বিধায়করা। ওই দিন তৃণমূলের বিধায়করা কালো পোশাক পরে আসবেন বিধানসভায়।
এদিনের ধর্না কর্মসূচিতে তৃণমূলের তরফে উপস্থিত ছিলেন, বিধায়ক শোভনদেব চ্যাটার্জি, ফিরহাদ হাকিম, অরূপ রায়, সুজিত বসু, স্নেহশিস চক্রবর্তী, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, বীরবাহা হাঁসদা প্রমুখ।
Comments are closed.