মঙ্গলবার বিএসএফ-র এক্তিয়ার বাড়ানোর বিরোধী প্রস্তাব পাশ নিয়ে উত্তপ্ত হয়ে উঠল বিধানসভা। দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহের একটি মন্তব্যেকে কেন্দ্র করে বিতর্কের সূত্রপাত। বিজেপি বিধায়ক মিহির গোস্বামীকে মেরে পা ভেঙে দেওয়ার হুমকি দেন তিনি। যা ঘিরে আলোচনা চলাকালীনই শাসক বিরোধী শিবিরের মধ্যে তীব্র চাপানউতর শুরু হয়। জানা গিয়েছে, তৃণমূল বিধায়কের মন্তব্যে তীব্র ক্ষোভ প্রকাশ করেন স্পিকার বিমান ব্যানার্জি।
বিএসএফ-র কাজের বিরোধী প্রস্তাব পাশের আলোচনায় এদিন বক্তব্য রাখছিলেন দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। তিনি অভিযোগ করেন, তল্লাশি চালানোর সময় মহিলাদের উত্যক্ত করেন বিএসএফ জওয়ানরা। উদয়নের এই মন্তব্যের তীব্র বিরোধিতা করে গেরুয়া শিবির। বিজেপি বিধায়ক মিহির গোস্বামী উঠে দাঁড়িয়ে উদয়নের মন্তব্যের বিরোধিতা করতে থাকেন। সেই সময় তাঁকে উদ্দেশ্য করে পা ভেঙে দেওয়ার হুমকি দেন দিনহাটার তৃণমূল বিধায়ক।
যদিও বিজেপি বিধায়কের এই অভিযোগ অস্বীকার করেছেন উদয়ন গুহ। তাঁর সাফাই, আমি ওঁকে পা ভেঙে দেব বলিনি। বলেছি, আপনার একটা পা ভাঙা, সাবধানে হাঁটা চলা করুন, না হলে আর একটা পা ভেঙে যেতে পারে। দু’পক্ষের তরজা থামিয়ে এদিন স্পিকার বলেন, বিধায়কদের এধরণের মন্তব্য থেকে বিরত থাকা উচিত।
Comments are closed.