একুশের ভোট মিটেও যেন মিটছে না। নন্দীগ্রামে গণনায় কারচুপির অভিযোগে মামলা করেছেন মমতা ব্যানার্জি। সেই মামলার শুনানি হবে ২৪ জুন। এবার জানা গেল কেবল নন্দীগ্রামই নয় আরও ৪ টি কেন্দ্রের ফল নিয়ে অসন্তোষ জানিয়ে আদালতের দ্বারস্থ হল তৃণমূল।
বলরামপুর, গোঘাট, ময়না এবং বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোট গোনায় কারচুপি হয়েছে বলে অভিযোগ করে হাই কোর্টে মামলা করল তৃণমূল। এই ৪ আসনেই খুব কম ব্যবধানে বিজেপির কাছে হেরেছেন তৃণমূল প্রার্থীরা।
পুরুলিয়ার বলরামপুর আসনে তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাত বিজেপির বানেশ্বর মাহাতর কাছে হেরেছেন মাত্র ৪২৩ ভোটে। শান্তিরাম মাহাতর অভিযোগ কারচুপি করে তাঁকে হারানো হয়েছে। কলকাতা হাই কোর্ট মামলা গ্রহণ করেছে। শুনানি ১৫ জুলাই।
এখানেই শেষ নয়। ময়না, বনগাঁ দক্ষিণ এবং গোঘাট কেন্দ্রেও গণনায় চারচুপির অভিযোগ করছে তৃণমূল। ৩ টি কেন্দ্রেই খুব কম ব্যবধানে হেরে গেছেন তৃণমূল প্রার্থীরা। হাই কোর্টে এই ৩ কেন্দ্রের পুনর্গণনা চেয়েছে শাসক দল।
Comments are closed.