পাঁচ জন যক্ষ্মা রোগীকে দত্তক নেওয়ার সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী তথা যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী। শুক্রবার নিজেই ট্যুইট করে এ কথা জানান।
সম্প্রতি ভাঙড়ের জিরানগাছা ও নলমুড়ি হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন তিনি। নতুন দায়িত্ব পাওয়ার পরই শুক্রবার হাসপাতালে পরিদর্শনে যান তিনি। সেই সঙ্গে হাসপাতালের স্টাফ এবং স্থানীয় প্রশাসনিক আধিকারিকদের সঙ্গেও বৈঠক করেন তৃণমূল সাংসদ। ওই বৈঠকেই তিনি জানতে পারেন, ভাঙর ১ নম্বর ব্লকের মোট ৩৭ জন টিবি রোগী রয়েছেন। যাঁদের মধ্যে অনেকেরই অধিকভাবে দুর্বল। সে কথা জানার পরেই অভিনেত্রী ৫ জন টিবি রোগীকে দত্তক নেওয়ার কথা জানান। ওই ৫ রোগীর চিকিৎসা, সঠিক পথ্য সহ সমস্ত খরচ মিমির তরফেও করা হবে বলে জানানো হয়েছে।
মিমির এই উদ্যোগে অনেকে সাধুবাদ জানিয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, সাংসদকে দেখে ভবিষৎ-এ আরও অনেকে এ কাজে উৎসাহ পাবেন। দরিদ্র মানুষেরাও সঠিক চিকিৎসা পাবেন।
Comments are closed.