চরমে উঠল রাজ্য-রাজ্যপাল সংঘাত। এবার জগদীপ ধনখড়কে রাজ্য থেকে সরানোর আর্জি করলেন তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ ব্যানার্জি। রাষ্ট্রপতির কাছে এই আবেদন করেন তিনি।
সূত্রের খবর, সোমবার ভাষণ শেষ হওয়ার পর রাষ্ট্রপতি রামনাথ কবিন্দ সাংসদদের সঙ্গে সৌজন্য বিনিময় করছিলেন। সেই সময় তাঁর কাছে এই আর্জি জানান সাংসদ সুদীপ ব্যানার্জি। জানা গিয়েছে রাষ্ট্রপতিকে এদিন তিনি বলেন, সংসদীয় গণতন্ত্রের স্বার্থে পশ্চিবঙ্গের রাজ্যপালের অপসারণ জরুরী। তবে তাঁর আবেদনের উত্তরে রাষ্ট্রপতি কী জানিয়েছেন তা এখনও জানা যায়নি।
উল্লেখ্য, নবান্ন-রাজভবন সংঘাত নতুন কিছু নয়। প্রায়শই নানান বিষয়ে রাজ্য সরকারের সঙ্গে জগদীপ ধনখড়ের তরজা লেগেই থাকে। সম্প্রতি সেই সংঘাত নতুন মাত্রা পায় জাতীয় ভোটার দিবসে রাজ্যপালের কয়েকটি মন্তব্য ঘিরে। বিধানসভা চত্বরে দাঁড়িয়ে একাধিক বিষয় নিয়ে রাজ্যের নজিরবিহীন সমালোচনা করেন তিনি। পাল্টা স্পিকারও তাঁর আক্রমণের জবাব দেন। সেই সঙ্গে স্পিকার বিমান ব্যানার্জি জানিয়ে দেন, ভবিষ্যৎ-এ রাজ্যপাল নিজে ইচ্ছেয় বিধানসভায় আসতে চাইলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তার আসার কারণ জানতে চাইবে। এই সবের মধ্যেই এদিন তৃণমূল সাংসদের আর্জি ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে।
Comments are closed.