এবার ত্রিপুরা যেতে পারেন তৃণমূলের তারকা সাংসদ দেব। জানা গিয়েছে, আগামী সপ্তাহতেই কলকাতা থেকে আগরতলার উদ্দেশ্যে রওনা দেবেন ঘাটালের সাংসদ। যদিও এখনও নির্দিষ্ট দিন ঠিক হয়নি।
একুশে বাংলা জয়ের পর ২০২৩ ত্রিপুরা জয়কে পাখির চোখ করেছে তৃণমূল। দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির নেতৃত্বে বিজেপির বিরুদ্ধে ‘খেলা’ শুরু করেছে ঘাসফুল শিবির। ঘনঘন ত্রিপুরা যাচ্ছেন দলের নেতা-মন্ত্রী সাংসদ, বিধায়করা। সম্প্রতি অভিষেক ব্যানার্জির গাড়িতে হামলা থেকে শুরু করে দেবাংশুদের উপর আক্রমণ। তৃণমূল বিজেপির দ্বন্দ্বে কার্যত উত্তপ্ত ত্রিপুরা। বিজেপির অভিযোগ তৃণমূল শান্ত ত্রিপুরাকে অশান্ত করছে। পাল্টা ঘাসফুল শিবিরের দাবি, তৃণমূলকে ভয় পেয়েছে বিপ্লব দেবের সরকার। পুলিশ দিয়ে, হামলা চালিয়ে তাঁদের রুখতে চাইছে বিজেপি।
দিনকয়েক আগেই ত্রিপুরা গিয়েছিলেন আরেক তারকা তথা যুব তৃণমূল নেত্রী সায়নী ঘোষ। সায়নী অভিযোগ করেছিলেন, বিপ্লব দেব সরকারের নির্দেশে হোটেলে তাঁদেরকে একাধিকবার হেনস্থা করা হয়েছে।
এই আবহে এবার তৃণমূলের হয়ে প্রচারে ঝড় তুলতে ত্রিপুরা যাচ্ছেন দেব। পর্যবেক্ষকদের মতে তৃণমূলের সিনিয়র নেতৃত্ব যেমন ত্রিপুরার সংগঠন তৈরিতে কাজ করবেন, একই ভাবে দেবের মতো তারকাদের উপস্থিতি দলের জনপ্রিয়তাকে অন্য মাত্রা দেবে। ত্রিপুরায় অনেক বাঙালি বাস করেন। বাংলা ছবির দর্শক সংখ্যাও প্রচুর।
সায়নী ঘোষের সফর ঘিরে যে উন্মাদনা দেখা দিয়েছিল, দেবের উপস্থিতিতে সেই উন্মাদনার পারদ আরও চড়বে বলে আশাবাদী ত্রিপুরার তৃণমূল নেতৃত্ব।
Comments are closed.