রাজ্য বনাম রাজ্যপাল সংঘাত যেন থামতেই চাইছে না। রাজ্যের সঙ্গে রাজভবনের তরজা এবার নয়া মোড় নিল রাজ্যপালের whatsapp চ্যাট ঘিরে। রাজ্যের সাংবিধানিক প্রধানের বিরুদ্ধে এবার চাঞ্চল্যকর অভিযোগ করলেন তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়। তিনি অভিযোগ করেন, রাজ্যপাল ক্রমাগত তাঁকে whatsapp ম্যাসেজ করে মুখ্যমন্ত্রীর নামে নিন্দে করে যাচ্ছেন। তাঁর দাবি, ম্যাসেজ করে উনি বিভ্রান্তি ছড়াচ্ছেন।
সৌগত রায় এদিন সংবাদমাধ্যমকে বলেন, রাজ্যপাল তাঁকে ম্যাসেজ করে চায়ের নিমন্ত্রণ করেন। বলেন, তিনি সৌগত রায়কে সম্মান করেন তাঁর সঙ্গে সম্পর্ক রাখতে চান। উত্তরে তৃণমূল সাংসদ জানান, তিনি জগদীপ ধনখড়কে জানিয়েছেন তিনি যতদিন রাজ্যের বিরোধিতা করবেন, বিজেপি নেতাদের মতো আচরণ করবেন ততদিন তাঁর আলাদা করে রাজ্যাপালের সঙ্গে কথা বলার কোনও প্রশ্ন নেই। যদিও সৌগত রায়ের বলার পরও রাজ্যপাল নাকি ম্যাসেজ করা থেকে বিরত থাকছেন না। এখানেই শেষ নয়, রাজ্যপাল ধূর্ত রাজনীতিকের মতো আচরণ করছেন বলেও তীব্র কটাক্ষ করেন তৃণমূল সাংসদ।
এদিকে এদিনই সকালে মুখ্যমন্ত্রীর একটি পুরোনো বক্তব্য তুলে ধরে তাঁকে ট্যুইটে আক্রমণ করেছেন রাজ্যপাল। তবে সৌগত রায়ের অভিযোগের উত্তরে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি জগদীপ ধনখড়ের।
Comments are closed.