তৃণমূলের রাজ্য কমিটি: সভাপতি সুব্রত বক্সী, শৃঙ্খলা রক্ষা কমিটিতে অভিষেক, দায়িত্ব পেলেন রাজ-দেব 

মঙ্গলবার নজরুল মঞ্চের সভা থেকে তৃণমূলের নতুন রাজ্য কমিটি ঘোষণা করলেন মমতা ব্যানার্জি। নতুন কমিটিতে পুরোনোদের রাখার পাশাপাশি আনা হয়েছে বেশকিছু নতুন মুখকেও। দলের রাজ্য সভাপতির দায়িত্বে থাকছেন সুব্রত বক্সী এবং মহাসচিব পার্থ চ্যাটার্জি। এছাড়াও শৃঙ্খলারক্ষা কমিটিতে থাকছেন, সুদীপ ব্যানার্জি, সুব্রত বক্সী, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিম, পার্থ চ্যাটার্জি এবং অভিষেক ব্যানার্জি। 

সেই সঙ্গে দলের সহ সভাপতি হচ্ছেন অমিত মিত্র। এদিন তৃণমূলে যোগ দিয়েই সহ-সভাপতি হয়েছেন জয়প্রকাশ মজুমদার। এছাড়াও সহ সভাপতি করা হয়েছে, সৌগত রায়, ব্রাত্য বসু, দেব, শতাব্দী রায়, আব্দুল করিম, ডেরেক ও’ব্রায়েনকে। 

দলের সংস্কৃতি কমিটির চেয়ারম্যান হয়েছেন রাজ চক্রবর্তী এবং মিডিয়া সেলের দায়িত্ব পেয়েছেন কুণাল ঘোষ, চন্দ্রিমা ভট্টাচার্য। 

দলের রাজ্য সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ফিরহাদ হাকিম, কুণাল ঘোষ, কাকলি ঘোষ দস্তিদার,শশী পাঁজা, প্রতিমা মণ্ডল, কৃষ্ণ কল্যাণী, রবি টুডু সহ প্রমুখ। 

 পুরভোটে দলের টিকিট না পেয়ে যাঁরা নির্দল হয়ে লড়েছেন তাঁদেরও এদিন কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে দলের শৃঙ্খলারক্ষা নিয়েও তিনি বলেন, দলের নির্দেশ সবাইকে মেনে চলতে হবে। যাঁরা মানবেন না তাঁদের প্রথমে শোকজ এবং পরে দল থেকে বহিষ্কার করা হবে। 

Comments are closed.