‘কতই রঙ্গ দেখি দুনিয়ায়’এর প্যারোডি, ভাইরাল তৃণমূলের নতুন ভোটের গান
কালজয়ী গানের আদলে তৈরি হয়েছে তৃণমূলের নতুন ভোটের গান
খেলা হবের পর এবার সত্যজিৎ রায়ের ‘হীরক রাজার দেশে’ সিনেমার গান ‘কতই রঙ্গ দেখি দুনিয়ায়’। কালজয়ী এই গানের আদলে তৈরি হয়েছে তৃণমূলের নতুন ভোটের গান। প্রকাশ পেতেই তা ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
একুশের বঙ্গ ভোটে যেন গানের প্রতিযোগিতা। তৃণমূল শিবির খেলা হবে র্যাপ নিয়ে মাঠে নামলে বাম শিবির বাজারে আনে টুম্পা সোনা। পিছিয়ে নেই বিজেপিও। বেলা চাওয়ের ছন্দে পিসি যাও গান জনপ্রিয়তা পেয়েছে। এবার বাজারে এলো তৃণমূলের নয়া ভোটের গান। সেই গান তৈরিতে ভিত্তি হিসেবে নেওয়া হয়েছে ‘কতই রঙ্গ দেখি দুনিয়ায়’ গানটি।
‘দেখ ডান-বাম মিলে যায় সাথে সিদ্দিকীকে নেয়…’ নতুন গান শুধু বিজেপিকে নিয়ে নয়, সিপিএম, কংগ্রেস এবং আব্বাস সিদ্দিকিকেও কটাক্ষ করা হয়েছে। মার্কসবাদী হয়েও টুম্পা সোনায় মেতেছে সংযুক্ত মোর্চা। সে কথাও উঠে এসেছে গানে। অন্যদিকে, গদ্দার বলে তোপ প্রাক্তন তৃণমূল নেতা শুভেন্দুকে। অমিত শাহকে বর্গী, সিপিএমকে সন্ত্রাসবাদী বলে খোঁচা। নতুন গানে দিল্লি সীমানায় কৃষক আন্দোলনের কথাও উঠে এসেছে। গানে গানেই নাগরিকত্ব আইন CAA, NRC এর বিরোধিতায় সবর হয়েছে তৃণমূল।
"কতই রঙ্গ দেখি দুনিয়ায়" #BengalRejectsBJP pic.twitter.com/t6E1rudNSt
— Banglar Gorbo Mamata (@BanglarGorboMB) April 5, 2021
বিরোধীদলের প্রতি একের পর এক কটাক্ষের পর মমতা সরকারের গুণগানে সাজানো গানের শেষ পর্ব। দুয়ারে সরকার, সবুজ সাথী, খাদ্য সাথী, স্বাস্থ্য সাথী, কন্যাশ্রী সহ একাধিক প্রকল্পের কথা উল্লেখ গানে। সব শেষে বাংলা নিজের মেয়েকে চায়! প্রচার ক্যাম্পেনের ব্যানার তুলে ধরা হয় গানে। সবমিলিয়ে সুরেলা একুশের বঙ্গ ভোটের ময়দান।
Comments are closed.