পরিষেবা পৌঁছতে আরও জোর, মাসে ৩ দিন জেলা ভিত্তিক বৈঠক করবেন মমতা; স্ট্রাটেজি বৈঠক শেষে জানাল তৃণমূল 

দিদির দূত, দুয়ারে সরকারের মতো কর্মসূচিগুলির মাধ্যমে মানুষের কাছে আরও পরিষেবা পৌঁছতে দিতে হবে। সাধারণ মানুষের দরজায় দরজায় গিয়ে জনসংযোগে জোর দিতে হবে। শুক্রবার কালীঘাটের হাইভোল্টেজ বৈঠক থেকে এমনটাই বার্তা দিয়েছেন দলনেত্রী মমতা ব্যানার্জি। প্রায় দু’ঘন্টা ধরে চলা বৈঠক শেষে সাংবাদিক বৈঠক করে একথা জানান তৃণমূল সাংসদ সুদীপ ব্যানার্জি। এদিন তাঁর সঙ্গে সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্রাচার্যও। 

পঞ্চায়েত ভোটের আগে জেলা এবং রাজ্যের গুরুত্বপূর্ণ নেতাদের নিয়ে শুক্রবার বৈঠক ডেকেছিলেন তৃণমূল নেত্রী। বৈঠকে ছিলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিও। স্বাভাবিক কারণেই এদিনের হাইভোল্টেজ বৈঠকের দিকে নজর ছিল সব পক্ষেরই। তবে বৈঠকে পঞ্চায়ত ভোটের স্ট্রাটেজি নির্ধারণ নিয়ে এখনই কোনও আলোচনা হয়নি বলে দাবি করেছেন বর্ষীয়ান সাংসদ সুদীপ ব্যানার্জি। তবে তিনি জানান, দলীয় সংগঠনকে আরও গোছাতে এবার থেকে মাসে অন্তত তিন দিন জেলা ভিত্তিক বৈঠক করবেন খোদ মমতা ব্যানার্জি। রাজনৈতিক কারবারিদের মতে, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। 

 

Comments are closed.