বিজেপিতে গিয়ে পাপ করেছিলেন। তাই এবার পাপের খেসারত দিতে দুটি মাথা মুড়িয়ে তৃণমূলে ফিরলেন ৫০০ জনের বেশি কর্মীসমর্থক। মঙ্গলবার হুগলির আরামবাগের খানাকুলে আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের হাত ধরে ঘরে ফিরলেন তাঁরা।
তৃণমূলের ঘরে ফিরে এসে তাঁদের দাবি, ভোটের আগে বিজেপিতে গায়ে পাপ করেছিলাম। তাই পাপের প্রায়শ্চিত্ত করলাম মাথা ন্যাড়া করে।
অন্যদিকে তৃণমূল সাংসদের অপরূপা পোদ্দার জানিয়েছেন, ভোটের আগে বিজেপি এদের ভুল বুঝিয়ে ফলে টেনেছিল। কোনও সময়েই এদের পাশে দাঁড়ায়নি। তাই দলবদলের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। যদিও এই বিষয়ে বিজেপি কিছু বলেনি।
Comments are closed.