এবার ভিডিও প্রকাশ করে অভিনব কায়দায় প্রধানমন্ত্রীকে আক্রমণ শানাল তৃণমূল।
মঙ্গলবার তৃণমূলের ট্যুইটার হ্যান্ডেল থেকে এক মিনিটের একটি ভিডিও ট্যুইট করা হয়। ২০১৯ থেকে ২০২১, পর পর তিন বছর স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রীর ভাষণের অংশ জুড়ে ভিডিওটি তৈরি করা। ভিডিওটিতে দেখা যাচ্ছে ২০১৯ সালে প্রধানমন্ত্রী বলছেন, একশো লক্ষ কোটি টাকা দেশের আধুনিক পরিকাঠামো নির্মাণে খরচ করা হবে। ২০২০ এবং ২০২১ সালেও বক্তব্যে একই কথা বলছেন প্রধানমন্ত্রী।
তৃণমূলের দাবি, সময় পেরোলেও প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি দেওয়ার কোনও পরিবর্তন হয়নি। ট্যুইটে ঘাস ফুল শিবিরের কটাক্ষ, প্রধানমন্ত্রীর ভাষণ লেখার জন্য বিজেপির এবার নতুন কাউকে নিয়োগ করা উচিত।
ভিডিও পোস্টের পাশাপাশি ট্যুইটে তৃণমূলের তরফে লেখা হয়, নরেন্দ্র মোদী এবং ওনার ‘জুমলা’ অভিন্ন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশবাসীকে একই প্রতিশ্রুতি দিয়ে বার বার বোকা বানাতে বদ্ধপরিকর।
ভিডিওটির শেষে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের একটি ইন্টারভিউয়ের ‘জুমলা’ শব্দটি জুড়ে দেওয়া হয়েছে।
Shri @narendramodi and his 'JUMLAS' are inseparable!
Year after year, speech after speech…our dear Prime Minister has taken the liberty to fool his 'deshwasiyon' with the same set of proposals.
Time for @BJP4India to hire better speech writers? pic.twitter.com/z2Jbz5baGU
— All India Trinamool Congress (@AITCofficial) August 17, 2021
উল্লেখ্য এর আগেও একাধিকবার প্রধানমন্ত্রীর বক্তব্যের অংশ প্রকাশ করে বিজেপিকে আক্রমণ শানিয়েছে তৃণমূল।
এদিনও সিনেমার শুরুর মতো, ভিডিওতেও ‘ওয়ার্নিং’ হিসেবে তৃণমূলের তরফে জানানো হয়, বক্তৃতায় দেওয়া সমস্ত প্রতিশ্রুতি জুমলা বা ভাঁওতা। সত্য ঘটনার সাথে মিল নিতান্তই কাকতলীয়।
এই অভিনব কায়দায় আক্রমণ ইতিমধ্যেই নজর কেড়েছে তৃণমূল সমর্থক সহ সাধারণ মানুষেরও। বহু তৃণমূল নেতা-কর্মী ট্যুইটিকে রিট্যুইট করছেন।
Comments are closed.